আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ নভেম্বর : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণে আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ, দেশে অস্বাভাবিক হারে বেকারত্ব বৃদ্ধি ও আগ্রাসী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তমলুক শহর তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল ও সম্প্রীতি যাত্রা পালন করল তমলুক শহরে। তমলুক জেলা সদরের মানিকতলা মোড় থেকে মিছিল শুরু করে তমলুক শহর পরিক্রমা করে তমলুক হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মিছিল শেষ হয়। কয়েকহাজার কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এই মিছিল বিরাট আকার নেয়। এই মিছিলের নেতৃত্ব দেন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মহাপাত্র। এছাড়াও ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ সহ তমলুক শহর তৃণমূল নেতৃত্ব।