জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুলাই: শুক্রবার সবং ব্লকের ন’নম্বর বলপাই অঞ্চলে একুশে জুলাই’য়ের সমর্থনে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক গীতা ভুঁইঞা ও সাংসদ মানস ভুঁইঞা, ব্লক সভাপতি অমল কুমার পান্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ গণ। দ্রব্যমূল্য বৃদ্ধি, রেল বেসরকারিকরণ, কোপারেটিভ ব্যাংক বন্ধ করার বিরুদ্ধে এবং একুশে জুলাই মমতা ব্যানার্জি যে বক্তব্য রাখবেন তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই মিছিল এবং পথসভা বলে বিধায়ক জানিয়েছেন।