আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ নভেম্বর: নারায়ণগড় ব্লকের ১৩ নম্বর বাখরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাকারাড় থেকে মান্দার পর্যন্ত মঙ্গলবার একটি সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়। প্রায় হাজার খানেক কর্মী-সমর্থক এই সম্প্রীতি মিছিলে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মিছিল শেষে মান্দারে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় কেন্দ্রের এনআরসি, নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধি সহ বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের কুরুচিকর বিভিন্ন মন্তব্যের সমালোচনা করেন তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ, জেলা নেতা সূর্যকান্ত অট্ট।