কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর:
জ্বালানি এবং পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে ঘাটাল শহরে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল হল।
এই মহা মিছিলে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সহ সভাধিপতি এবং বিধায়ক অজিত মাইতি, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বেরা, জেলা আইএনটিটিইউসি সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিকাশ কর, তৃণমূল নেতৃত্ব অরুণ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।
জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন,
সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে চারটি উপনির্বাচন কেন্দ্রে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছেন। ভারতবর্ষে তৃণমূলে আসছে বলে অজিতবাবু দাবি করেন। তিনি বলেন, আগামী দিনে ভারতবর্ষে যে লড়াই আসছে, তার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মানুষকে ভালোবাসা, মানুষের উন্নয়ন এবং স্বচ্ছতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবমূর্তি তৈরি করেছে বলে অজিতবাবুর দাবি।
তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীস হুদাইত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নেত্রী নন, তিনি ভারতবর্ষের নেত্রী। আশিস বাবুর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় স্পর্শমণি। তাকে ছুঁতে এসেছেন সমস্ত মানুষ, যাতে তাকে ছুঁলে সব সোনায় পরিণত হয়।
আজকের মিছিলে মানুষ উচ্ছ্বাসের প্লাবন বইয়ে দিয়েছেন বলে আশিষ বাবুর মন্তব্য।