কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: কেন্দ্রের বিজেপি সরকার বিলগ্নীকরণের পথে নেমেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়া এবং বেসরকারিকরণ করছে। কেন্দ্রীয় সরকারের এই নীতির প্রতিবাদ জানাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।রবিবার জলসরা থেকে বরদা চৌকন পর্যন্ত তৃণমূলের একটি বিশাল মিছিল হয়।
এই মিছিলে ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই, তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি, ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর সহ অন্যান্যরা। মিছিলে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করা এবং বেসরকারিকরণের বিরুদ্ধে স্লোগান ওঠে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন লাগাতার চলবে বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন।