আমাদের ভারত, মেদিনীপুর, ৬ মে: বুধবার বিকেলে মেদিনীপুর শহরে কর্নেল গোলা এলাকায় বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল। লকডাউন মেনে চলার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ অমান্য করে এই মিছিল করার অভিযোগ উঠেছে। মেদিনীপুর শহরের কর্নেল গোলা এলাকার তৃণমূল নেতা সৌরভ বসুর নেতৃত্বে ওই এলাকার আড়াইশো থেকে তিনশো জন কর্মী সমর্থক বিজেপির বিরুদ্ধে আয়োজিত এদিনের প্রতিবাদ মিছিলে যোগ দেন।
লকডাউন পর্বে মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ থাকলেও সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এবং আজকের আয়োজিত মিছিলে সামাজিক দূরত্ব বজায় না রাখার অভিযোগ উঠলেও পুলিশ প্রশাসন তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখেছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি সমিত দাস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব অভিযোগ তুলেছেন। লকডাউন ভেঙ্গে এই মিছিল সংগঠিত করার বিষয়টি তৃণমূলেরই একটি অংশ মেনে নিতে পারেনি বলে জানা গেছে।

