আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি:
রাজ্য তৃণমূল কংগ্রেসের কর্মসূচি অনুযায়ী আজ সবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৩ নং গ্রাম পঞ্চায়েতের বড়চাহারা বাস স্ট্যান্ড থেকে চার নম্বর দশগ্রাম অঞ্চলের দশগ্ৰাম বাজার পর্যন্ত এনআরসি বিরোধী মৌন মিছিল সংগঠিত হয়। কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক এই মৌন মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়িকা গীতা ভুঁইঞা, পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, সমিতির কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স। বিধায়িকা বলেন মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি আমরা অক্ষরে অক্ষরে পালন করব এনআরসি এবং সিএএ মেনে নেব না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী যা নির্দেশ দেবেন তা অক্ষরে অক্ষরে পালন করব।