কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হল চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার ডাকবাংলো থেকে হালদারদীঘি পর্যন্ত। রবিবার বিকেলে এই মিছিল হয়। তৃণমূল নেত্রীর নির্দেশে শহরের পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে চলছে এই কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের উদ্যোগে সিএবি এনআরসি আইন বাতিলের দাবিতে মিছিল আয়োজন হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, ক্ষীরপাই ব্লক সভাপতি সুজয়পাত্র, টাউন সভাপতি গৌতম ভট্টাচার্য। বিধায়ক ছায়া দোলই, ক্ষীরপাই ও রামজীবনপুর পুর চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্ব। এই মিছিলে পা মেলান হাজার সাতেক তৃণমূল সমর্থক। মিছিল শেষে হালদারদীঘিতে এক পথসভা হয়।