আমাদের ভারত, বালুরঘাট, ৬ জানুয়ারি: জেএনইউতে ছাত্রদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আন্দোলনে নামল দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল। সোমবার যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকারের নেতৃত্বে কয়েকশো ছাত্রছাত্রী প্রতিবাদ মিছিলে অংশ নেন। বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। সংগঠনের দাবি, গতকাল জেএনইউ এর ঘটনা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির মদতপুষ্ট গুন্ডাবাহিনীই ঘটিয়েছে। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের কলেজগুলিতে হাঙ্গামা চালাচ্ছে সেই দুষ্কৃতীরা। যার প্রতিবাদে তাঁদের এই আন্দোলন।
জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার জানিয়েছেন, এর প্রতিবাদে লাগাতার আন্দোলন চলবে জেলা জুড়ে।