আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েকটি প্রতিবাদ মিছিল করেছে শাসকদল তৃণমূলের কর্মী সমর্থকরা। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় জেলার কেশপুর ও গরবেতা ব্লকে দুটি দীর্ঘ মিছিল করেন তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা। কেশপুরের ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় পানের নেতৃত্বে কেশপুর বাজারে প্রতিবাদ মিছিল বের হয়। অন্যদিকে, গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়বেতা বাজারে মিছিল করেন দলের কর্মী-সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক আশীষ চক্রবর্তী। মিছিল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে স্লোগান তোলেন।