কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সংশোধনী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শনিবার বিকেলে প্রতিবাদ মিছিল হল চন্দ্রকোনায়। মিছিলটি চন্দ্রকোনা ২ ব্লকের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌরসভার গাছশীতলা ঠাকুড়বাড়ি হয়ে বাসস্ট্যান্ডেই এসে শেষ হয় মিছিল।
তৃণমূল নেত্রীর নির্দেশে শহরের পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে চলছে এই কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের উদ্যোগে সিএবি, এনআরসি আইন বাতিলের দাবিতে মিছিলের আয়োজন হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক ছায়া দোলই, চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ, চন্দ্রকোনার চেয়ারম্যান অরুপ ধাড়া ও অন্যান্য কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্ব। এই মিছিলে পা মেলান হাজার হাজার তৃণমূল সমর্থক।