আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ জানুয়ারি: রোববার ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পেটবিন্ধি ৭নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা এবং পথসভার আয়োজন করা হয়। কালিঞ্জা গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা যমুনা সিট সহ ঘুটবনি গ্রামের বেশ কিছু বিজেপি সদস্য এদিনের পথসভায় তৃণমূলে যোগ দেন। পথসভা ও পদযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক চূড়ামনি মাহাত, পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং, ব্লকের মহিলা নেত্রী সোমা অধিকারী এছড়াও ব্লকের বিভিণ্ণ অঞ্চলের সভাপতি এবং ব্লক ও অঞ্চলের নেতৃত্ব।
অন্যদিকে, এদিন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর নেতৃত্বে শালবনিতে মিছিল হয়েছে উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের আইএনটিটিইউসি সভাপতি তাজ মোহাম্মদ(লখু)ও ছাত্রনেতা সৌরভ কোলে।