আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ মে: দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জেলায় পরিযায়ী শ্রমিকদের ফেরার পথে খাবারের বন্দোবস্ত করা হল পাঁশকুড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এইসব পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে সরকারি ও নিজ উদ্যোগে বাস বা ছোট গাড়ি ভাড়া করে বাড়ি ফিরছেন। দীর্ঘদিন বাইরে থাকার ফলে অনেকেই খুব আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তারপর লকডাউন থাকার ফলে অধিকাংশ জায়গাতেই দোকানপাট বন্ধ। তাই ফেরার পথে এইসব পরিযায়ী শ্রমিকরা ঠিকভাবে খাওয়া-দাওয়া পাননি। তাই পাঁশকুড়া ব্লক তৃণমূলের পক্ষ থেকে রাতুলিয়ায় এই খাবারের ব্যবস্থা করা হয়।

পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিপ্তী জানা, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের সভাপতি ও পাঁশকুড়া পৌরসভার উপ-পৌরপ্রধান সইদুল ইসলাম খাঁন, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক, মাইশোরা অঞ্চলের সভাপতি আফজল শা, পঞ্চায়েত সমিতির সদস্য হানিফ মহম্মদ ও পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব শ্রী সুধাংশু আদকের ব্যবস্থাপনায় এই খাবারের উদ্যোগ।


