Vishwabangla University, TMC, মুখ্যমন্ত্রীর সাধের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ তৃণমূলের

আশিস মণ্ডল, আমাদের ভারত, বোলপুর, ৪ মার্চ: তিন মাসের বকেয়া বেতন দিতে হবে, চতুর্থ শ্রেণির কর্মী পদে জমিদাতাদের চাকরি দিতে হবে, এই দাবিতে শান্তিনিকেতনে মুখ্যমন্ত্রীর সাধের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল। রীতিমতো পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। ঢুকতে বাধা দেওয়া হয় উপাচার্যকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বভাবিক করে।

বোলপুরে বিশ্বভারতীর আদলে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের জন্য অধিগ্রহণ করা জায়গায় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় গড়ার সিদ্ধান্ত নেয়। ২০২০ সালে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়। সেখানে চুক্তিভিত্তিতে নিরাপত্তারক্ষী, বাগানের মালি, সুইপার পদে বেশ কিছু লোক নেওয়া হয়। মূলত জমিদাতাদের চাকরিতে নিয়োগ করা হয়েছিল। কিন্তু তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। তারই প্রতিবাদে এদিন এলাকার রায়পুর সুপুর পঞ্চায়েতের উপপ্রধান নিখিল বাছারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। ঢুকতে বাধা দেওয়া হয় অধ্যাপক থেকে উপাচার্যকে।

নিখিল বাছার বলেন, “আমরা এর আগেও উপাচার্যকে বলেছিলাম তিন মাসের জায়গায় আপনি একমাসের বেতন দিন। বাকি দু’মাসের আসতে আসতে দেবেন। কিন্তু উপাচার্য আমাদের কথা মানেননি। বুঝতে পারছি না টাকা দিতে উপাচার্যের কিসের অসুবিধা। এছাড়া বিশ্ববিদ্যালয় গড়ার সময় রূপপুর, সুপুর, কাশীপুরের মানুষ এবং বোলপুর পুরসভা যথেষ্ট সহযোগিতা করেছিল। কিন্তু উপাচার্য কিছু দালালের মাধ্যমে অস্থায়ী পদে বহিরাগত লোক নিয়োগ করছেন। কিন্তু আমাদের দাবি স্থানীয় এবং জমিদাতাদের মধ্যে থেকে ওই পদে চাকরি দিতে হবে। বহিরাগত যাদের নিয়োগ করা হয়েছে তাদের নিয়োগ বাতিল করতে হবে”।

উপাচার্য বলেন, “বহিরাগত লোক নিয়োগ করা হয়নি। যিনি অভিযোগ করছেন তাঁর দেওয়া তালিকা ধরেই লোক নিয়োগ করা হয়েছে। উনার তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। কারণ আমি তো জানি না এখানে কার জমি রয়েছে। স্বাভাবিক ভাবেই আমাকে পার্টির কাছে যেতে হয়েছে। পার্টি যাদের নাম দিয়েছে তাদের চাকরি দিয়েছি। আর বেতন তো সরকার না দিলে আমার কিছু করার নেই। তবে আমি চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বেতন দেব। কিন্তু এরকম করলে কিছুই করা যাবে ন। সরকার যেদিন দেবে সেদিন দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *