আমাদের ভারত, হাওড়া, ২২ সেপ্টেম্বর: বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পথে নামল উলুবেড়িয়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। এদিন বিকেলে উলুবেড়িয়া কলেজ থেকে প্রতিবাদ মিছিলটি বেড়িয়ে উলুবেড়িয়া শহর পরিক্রমা করে কলেজে এসে শেষ হয়। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য আব্বাস উদ্দিন খান। এদিনের এই প্রতিবাদ মিছিলে শতাধিক তৃণমূল ছাত্র পরিষদ কর্মী পা মেলান।