কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ডিসেম্বর : এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল তৃণমূল। রবিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মেদিনীপুরে মিছিল করল তৃণমূল। এদিনের মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের সেচ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মিছিলে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, প্রদ্যোত ঘোষ, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, আশীস চক্রবর্তী, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। মিছিল মেদিনীপুর কলেজ ময়দান থেকে শুরু হয়। শহরের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় কলেজ ময়দানে এসে মিছিল শেষ হয়। হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে পা মেলান।