আমাদের ভারত, হুগলী, ১১ অক্টোবর: হাথরাসে দলিত তরুণীকে গণধর্ষণ এবং রাতের অন্ধকারে পুলিশের মদতে পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে সিঙ্গুরে হুগলী জেলা তৃণমূল মহিলা কংগ্ৰেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়। সিঙ্গুরের রতনপুর আলুর মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় সিঙ্গুরের দুলে পাড়া মোড়ে। মিছিলে পা মেলান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী তপন দাশগুপ্ত, সাংসদ অপরূপা পোদ্দার, জেলা মহিলা তৃণমূল কংগ্ৰেসের সভানেত্রী করবী মান্না সহ শাসক দলের একাধিক নেতা ও নেত্রীরা।