সাথী দাস, পুরুলিয়া, ১১ জুলাই: পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ আজও অব্যাহত ছিল পুরুলিয়ায়। দলীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দ্বিতীয় দিন তথা শেষ দিনে সাধারণ মানুষের সমর্থন পেতে আরও আকর্ষণীয় করল তৃণমূল। প্রতিবাদ মিছিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে গরুর গাড়ি সামিল করে তৃণমূল। মোটর সাইকেল, স্কুটি প্রভৃতি রিক্সা ভ্যানে চাপিয়ে প্রতিবাদ জানানো হয়। স্থানীয় রথ তলা মোড় থেকে মিছিল শুরু হয়। মেইন রোড ধরে দু’ কিলোমিটার পেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত অবস্থান মঞ্চের কাছে শেষ হয়।

অবস্থান বিক্ষোভ মঞ্চে যোগ দেন জেলা ও শহর কমিটির নেতৃত্ব। দু’ঘন্টা পরই কর্মসূচি শেষ করে তৃণমূল। এদিন পুরুলিয়া জেলার বান্দোয়ান, নিতুড়িয়া, সাঁতুড়ি, জয়পুর ব্লকের বিভিন্ন অংশে প্রতিবাদ কর্মসুচি পালন করে তৃণমূল।

