আমাদের ভারত, হাওড়া, ৮ সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের প্রতিটি ব্লকে মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয়। এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিধানসভাগুলিতে প্রতিবাদ দিবস পালন করা হলো। এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মহেশপুরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিন এই মিছিলে নেতৃত্ব দেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। বিধায়ক অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়েছে তৃণমূল।

অন্যদিকে মঙ্গলবার বিকেলে উলুবেরিয়া পূর্ব বিধানসভার লকগেট ও নিমদিঘিতে প্রতিবাদ সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিধায়ক ইদ্রিস আলী।

বাগনানের একাধিক কেন্দ্রে প্রতিবাদ সভায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বঞ্চনার বিরুদ্ধে সরব হন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। উদয়নারায়ণপুরের গড় ভবানীপুর সোনাতলা বাজারে প্রতিবাদ দিবস কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সকলকে একযোগে প্রতিবাদ করার আহ্বান জানান উদয়নারায়ণপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলার কো-অর্ডিনেটর সমীর পাঁজা। প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা। এদিন শ্যামপুরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা।


