রাজেন রায়, কলকাতা, ২৮ আগস্ট: ইতিমধ্যেই রাজ্যে কর্মসংস্থানের প্রশ্নে, শিল্প বিনিয়োগের প্রশ্নে মুখ্যমন্ত্রীকে একাধিকবার আক্রমণ করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী রাজ্যে বেকারত্ব হ্রাসের দাবি করলেও রাজ্যের যুবকদের কর্মসংস্থান সূচক অন্যান্য রাজ্যের তুলনায় ভালো নয়, তা বারবার বোঝাতে চেয়েছেন রাজ্যপাল। আর তার যোগ্য জবাব দিতেই সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রদ-সহ জেইই-নিট পরীক্ষা রদের মত একাধিক দাবিতে সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সকলকে চমকে দিয়ে নয়া প্রচার অভিযানের এক চমকদার ফিল্মি পোস্টার প্রকাশ্যে আনল তৃণমূল। যেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনসমক্ষে আঙুল তুলে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পোস্টারের মাথায় রোমান হরফে লেখা- ‘ম্যায় হুঁ না’। যা মনে করাবে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর তথা জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের একটি জনপ্রিয় ছবির পোস্টারকে।
পোস্টারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের যাবতীয় সমস্যার সমাধানে কাণ্ডারী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই নয়া পোস্টার পোস্ট করে বলা হয়েছে, “এই সময়ে দেশের মানুষ এক অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার এই পরিস্থিতিতে দেশের পড়ুয়াদের এক বিপদের মুখে ফেলে দিয়েছে। আর তার রেশ ধরেই ছাত্রছাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য এই জ্বলন্ত সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন। তিনিই প্রকৃতপক্ষে প্রত্যেকের নেত্রী!” অনেকেই মনে করছেন, এর পিছনেও মস্তিষ্ক রয়েছে ভোটগুরু প্রশান্ত কিশোরের। তবে পোস্টার কতটা জনমানসে ছাপ ফেলে, তার উত্তর দেবে সময়ই।

