আট লক্ষের বেশি টাকায় বিক্রি হয়ে গেল তৃণমূলের পার্টি অফিস

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ আগস্ট: শুভেন্দুঅধিকারীর গড়ে ৮ লক্ষের বেশি টাকায় তৃণমূলের পার্টি অফিস বিক্রি করলেন তৃণমূলের এক নেতা। বিক্রির অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে। কোলাঘাট থানার রাইন এলাকার ঘটনা। দলীয় কার্যালয় বিক্রির ঘটনায় ক্ষুব্ধ এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা।

কোলাঘাট থানার গোপালনগর অঞ্চলের রাইনের গঙ্গা মাড়োতে থাকা তৃণমূলের দলীয় কার্যালয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল গোপালনগর অঞ্চল সভাপতি তথা তৃণমূলের অঞ্চল সভাপতি মানব সামন্তের বিরুদ্ধে। ৮ লক্ষ ৩০ হাজার টাকায় তৃণমূলের দলীয় কার্যালয় স্থানীয় এক ব্যবসায়ীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ জানান কোলাঘাট পঞ্চায়েত সমিতির বর্তমান সহ-সভাপতি তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজকুমার কুন্ডু। অভিযোগের উত্তরে অভিযুক্ত নেতা মানব সামন্ত জানান, তিনি নিজের টাকাতেই করেছিলেন এই অফিস। এখন অর্থনৈতিক সঙ্কটে পড়েছেন তাই বিক্রি করে দিয়েছেন।

তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে দলের নির্বাচন পরিচালনা করার জন্য তৎকালীন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মানব সামন্তের উদ্যোগে রাইন এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠে এই পাকা দলীয় কার্যালয়। পরে এই কার্যালয় থেকেই পঞ্চায়েত ও লোকসভা ভোটের নির্বাচন পরিচালনা করা হয়। তারপর থেকেই ওই পাকাবাড়ি গোপালনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হিসেবে জানতেন এলাকার মানুষ। কিন্তু গত দিন পনের আগে হঠাৎ করে দলীয় কার্যালয়ের দখল নিয়ে মেরামতির কাজ শুরু করেন এলাকারই এক ব্যবসায়ী। স্থানীয় তৃণমূল কর্মীরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন এই ব্যাবসায়ী ওই কার্যালয়টি মোটা টাকার বিনিময়ে কিনে নিয়েছেন তৃণমূল নেতা মানব সামন্তের কাছ থেকে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠে এলাকার অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা। কার্যালয় পুনরুদ্ধারের এবং দলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মানব সামন্তের বিরুদ্ধে কার্যালয় বিক্রি করে দেওয়ার অভিযোগ জানিয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির বর্তমান সহ-সভাপতি তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজকুমার কুন্ডু দ্বারস্থ হয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারীর কাছে। এখন জেলা সভাপতি কি সিদ্ধান্ত নেন তার অপেক্ষায় এলাকার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *