আমাদের ভারত, আরামবাগ, ৩০ নভেম্বর: পুড়িয়ে দেওয়া হল তৃণমূলের কার্যালয়। শুক্রবার ভোরে গোঘাট এক নম্বর কুমড়সা অঞ্চলের মথুরা এলাকার ঘটনা। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোঘাটথানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গোঘাট মথুরা এলাকায় তৃণমূলের একটি কার্যালয় রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ভোরে দেখা যায় কার্যালয়ের সামনে টাঙানো দলীয় পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তারই সাথে পেট্রোল দিয়ে কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ভীরেই তৃণমূলের কর্মীরা দেখতে পান কার্যালয়টি আগুনে পুড়ছে। খবর দেওয়া হয় দমকলে। আরামবাগ থেকে দমকলের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ। আগুনে তৃণমূল পার্টি অফিসের দরকারি কাগজপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেছে বিজেপি। বিজেপির আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেছেন, মথুরা পার্টি অফিসে গতকাল রাতে তৃণমূল কর্মীরা পিকনিক করছিল, বোমটম ফাটাছিল তারই আগুনে এই ঘটনাটি ঘটেছে। এখন ওরা বিজেপির বদনাম করার চেষ্টা করছে।
পুলিশ যেন তার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে।তিনি বলেন, তৃণমূলের যে কালচার, নিজেদের পার্টি অফিসে নিজেরাই আগুন লাগাচ্ছে, আর বিজেপির নামে দোষ দিচ্ছে। মানুষ এটা মেনে নেবে না। মানুষ ওদের পাশে নেই।
তৃণমূল নেতা নারায়ণ পাঁজা বলেন, উপ-নির্বাচনের ফল ভালো হওয়ায় গতকাল রাতে পার্টি অফিসে বিজয় উৎসব চলছিল। পরে যে যার বাড়ি চলে গিয়েছিল। ভোরের দিকে কে বা কারা দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়ে যায়। পুলিশকে জানিয়েছে পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। আমাদের পুলিশের ওপর আস্থা আছে পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে এই আশা রাখি।
এই ঘটনায় তিন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।