সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ এপ্রিল: হারানো জমি ফিরে পেতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ওন্দার তৃণমূলের নেতা কর্মীরা। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। জেলার যে আটটি বিধানসভা নির্বাচনে তৃণমূল ধরাশায়ী হয় ওন্দা বিধানসভা তার অন্যতম। এই বিধানসভা এলাকা নিজেদের দখলে আনতে মরিয়া প্রচেষ্ঠা চালাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা।
গতকাল সন্ধ্যায় ওন্দার চিঙানি অঞ্চল তৃণমূল কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ওমরপুরের পূর্ব বুথে সিপিএম- এর পঞ্চায়েত সদস্য কাকলি মাঝি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। একই সঙ্গে ঐ অঞ্চলের শ্যামনগর বুথের ২০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন। এই যোগদানে এলাকার তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
স্থানীয় ব্লক যুব নেতা জগন্নাথ ঘোষ জানান, যতদিন যাচ্ছে গ্রামবাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও কর্মকান্ডে সামিল হতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন।
এদিন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম বিট দলীয় পতাকা তুলে দেন।ওন্দার বর্ষীয়ান তৃণমূল নেতা ভবানী মোদক উপস্থিত ছিলেন।