জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ৯ জুলাই কোল ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্তের বিরুদ্ধে সবংয়ে রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতা কর্মীরা। রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা, বিধায়ক গীতা ভুঁইঞা, ব্লক সভাপতি অমল কুমার পান্ডা, পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও কর্মাধ্যক্ষ আজকের ধর্না প্রতিবাদে শামিল হন। রাজপথের ধর্না থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা।
কোল ইন্ডিয়ার সদর দপ্তর বাংলা থেকে সরিয়ে নেওয়ার এবং বিদ্যুৎ দপ্তরকে রাজ্যের এক্তিয়ার থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে গরবেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই রতন ব্যানার্জি, ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজীব ঘোষ।