জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ অক্টোবর: আজ সবং ১১ নম্বর অঞ্চলের মোহাড়ে দলীয় কর্মীরা যখন দলীয় অফিসে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন অভিযোগ, ঠিক সেই সময় পাশে ময়না ব্লকের বাকচা থেকে আসা বেশকিছু দুর্বৃত্ত বোমা বন্ধুক লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বোম মারতে থাকে। পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং একাধিক মোটরসাইকেল পুড়িয়ে দেয় হয় বলে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের অভিযোগ।
শুক্রবার দুপুরের পর সবং ব্লকের বুড়লে দিলীপ ঘোষের মিটিং ছিল। সেই সভায় আসার মুখে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় দলের পাঁচজন কর্মী আহত হয়েছে বলে জানাগেছে। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে পাঠায় তারপর সেখান থেকে মেদিনীপুর সদর হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।