পূর্ব মেদিনীপুরে তৃণমূলের নতুন জেলা কমিটি, ব্লক ও শহর কমিটি ঘোষণা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ নভেম্বর : তৃণমূলের নতুন পূর্ব মেদিনীপুর জেলা কমিটি, ব্লক এবং শহর কমিটি ঘোষণা করা হল। আজ তমলুকের সাংসদ অফিসে এক সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করেন তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী। নতুন এই কমিটিতে স্থান পেয়েছে অনেক নতুন মুখ। পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি হিসেবে পুনরায় থাকছেন শিশির অধিকারী। জেলার চেয়ারম্যানও হয়েছেন তিনি। তবে এবারের নতুন কমিটিতে কার্যকরী সভাপতির পদটা লুপ্ত হয়েছে। এবারের কমিটিতে কো-অর্ডিনেটর হিসেবে তিনজনের নাম আছে। এই কো-অর্ডিনেটর তিনজন হলেন, ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, রামনগরের বিধায়ক অখিল গিরি এবং জেলা পরিষদের মৎস্য কর্মাধক্ষ আনন্দময় অধিকারী। তৃণমূলের মুখপাত্র হিসেবে কমিটিতে আছেন মধুরিমা মন্ডল।কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন ১৮ জন। সাধারণ সম্পাদক পদে আছেন ২১ জন। সম্পাদক আছেন চারজন। কোষাধ্যক্ষ আছেন দীপেন্দ্র নারায়ণ রায়। সাধারণ সদস্য হিসেবে আছেন ৭ জন। সব মিলিয়ে মোট এবারে ৫৫ জনের জেলা কমিটি গঠন করা হয়েছে।

জেলা কমিটির সঙ্গে ২৫টি ব্লক ও পাঁচটি শহর কমিটির সভাপতি ও সহ-সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।
তৃণমূলের জেলা, ব্লক ও শহর কমিটির পাশাপাশি যুব তৃণমূলের জেলা, ব্লক ও শহর কমিটির নাম ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি হয়েছেন পার্থসারথি মাইতি। সহ সভাপতি সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য মিলিয়ে প্রায় ৩২ জনের নাম ঘোষণা হয়েছে যুব তৃণমূল জেলা কমিটিতে। এর সঙ্গে ২৫টি ব্লক এবং ৫টি শহর যুব তৃণমূলের সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

তৃণমূলের জেলা কমিটি ও যুব তৃণমূলের নতুন কমিটিতে না স্থান পাওয়া সদস্যদের ক্ষোভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিশির অধিকারী জানিয়েছেন, ক্ষোভ থাকতেই পারে, তবে দলের ফোরামের সিদ্ধান্ত মত এই নাম ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদ এবং সরকারি বহু কমিটি আছে সেখানেও অনেকে স্থান পাবেন একথাও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *