আমাদের ভারত, ২৫ জুলাই: ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের তোলা প্রশ্নের উত্তরকে ঢাল করে শুক্রবার মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন তৃণমূলের এই শ্রমিক নেতা।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে এক ভিডিয়ো বার্তায় বলেন, “রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের প্রশ্নের যে উত্তর এসেছে তা দেখে আমরা হতবাক। প্রশ্ন জাগছে বাংলা কি ভারতবর্ষের বাইরে? পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের মধ্যে নয়? রাজ্যের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই।
বাংলাকে ব্রাত্য করে দেওয়া, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী যে কেন্দ্রীয় সরকারের মনোভাব, এই যে আক্রোশ…মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আপনি পরাজিত করতে পারছেন না বলে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।”