নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ জুলাই : চিনা অ্যাপ বন্ধ করার জন্য মোদী সরকারকে আক্রমন করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। বুধবার কলকাতায় তিনি বলেন, কোনও পরিকল্পনা না করেই চিনা অ্যাপ সহ টিকটক বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের বহু মানুষ টিকটকের মাধ্যমে উপার্জন করতেন। সেই সব মানুষের জন্য কেন্দ্রীয় সরকার বিকল্প ব্যবস্থা করেনি। নোটবন্দির মতন রাতারাতি কেন্দ্রীয় সরকার চিনা অ্যাপস বন্ধ করেছে। আজকের দিনে ঘরের সব জিনিষপত্রেই চিনা অধিপত্য রয়েছে। কয়েকটি অ্যাপ বন্ধ করলেই চিনের আধিপত্য বন্ধ করা যাবে না। অনেক চিনা কোম্পানী এখনও ভারতে রয়েছে। তাদের বেলায় কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেবে তা স্পষ্ট নয়। আমি স্বদেশি জিনিষের বিরোধিতা করছি না। কিন্তু সবকিছুর একটা পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, দেশের প্রতিরক্ষার স্বার্থে চিনা অ্যাপ বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি তৃণমূলের সেলিব্রটি সাংসদ নুসরত জাহান।