আমাদের ভারত, মেদিনীপুর, ৮ জুন: সোমবার পিংলার কিষাণ মান্ডিতে নিজের বিধানসভা এলাকায় বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, বিজেপি জানে না অতিমারি, প্রাকৃতিক দুর্যোগের সময় কিভাবে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে হয়।আমফানের জেরে যখন রাজ্যের ৯টি জেলার মানুষ দুর্ভোগের মধ্যে থাকেন তখন বিজেপি নেতারা তেলেনিপাড়া নিয়ে ভুয়ো ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করতে ব্যস্ত থাকেন। সামাজিক মাধ্যম ও কিছু সংবাদ মাধ্যমকে হাতিয়ার করে বিজেপি নেতা কর্মীরা ব্যস্ত থাকছেন বিভ্রান্তি ছড়ানোর জন্য।
মন্ত্রীর কথায় তাঁরা আসলে বাংলার মানুষকে অপমাণ করছেন। মানুষ সব দেখছেন। তারাই ঠিক সময়ে এর জবাব দেবেন। যারা দুর্যোগের সময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যে প্রচার করতে ব্যস্ত থাকেন তারা যে মানুষের উন্নয়নের কাজে লাগবেন না তাও মানুষ বুঝছেন। অপরিকল্পিত লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, লক্ষ লক্ষ মানুষকে এভাবে দুর্দশার মধ্যে ঠেলে দেওয়ার জন্য একবারও ভুল স্বীকার করেনি কেন্দ্রীয় সরকার। আমফানের ক্ষয়ক্ষতি নিজের চোখে দেখার পর প্রধানমন্ত্রী বাংলার জন্য দিয়েছেন ১ হাজার কোটি টাকা। আর মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খরচ করেছেন ৬২৫০ কোটি টাকা। বাংলা সতর্ক ও সজাগ থেকে করোনা মোকাবিলা করছে এজন্য অন্য রাজ্যের তুলনায় ভালো অবস্থায় রয়েছে বলে তিনি দাবি করেন।
তথ্য তুলে ধরে তিনি জানান, বাংলায় প্রতি দশ লাখে ৯৫৫৬ জনের করোনা পরীক্ষা হচ্ছে। দেশে প্রতি দশ লাখে ২৭৮৫ জনের পরীক্ষা করা হচ্ছে। বাংলায় আক্রান্তের সংখ্যা প্রতি দশ লাখে ৭৪.৮%। আর সারাদেশে ১৬৭%। মন্ত্রীর অভিযোগ, বাংলা যাতে সহজে করোনার সঙ্গে জুঝে উঠতে না পারেন এজন্য ত্রুটিপূর্ণ কিট পাঠানো হয়েছে।