জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আগামী বিধানসভা নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরার লক্ষ্যে আজ পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা পরিষদ হলে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় জেলার সমস্ত ব্লকের তৃণমূল যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন। কিভাবে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে এদিনের সভায় বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা যুব তৃনমূলের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, সহ-সভাপতি নির্মাল্য চক্রবর্তী, অতনু দে, মনোজ তাম্বে, অভিজিৎ ঘোড়াই সহ অন্যান্য নেতৃত্বরা।