পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: আজ সবং ব্লকের ন’ নম্বর বলপাই এবং ১০ নম্বর ভেমুয়া অঞ্চলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় “নানুর দিবস” ও “আমার পাড়া, আমাদের সমাধান” কর্মসূচিকে কেন্দ্র করে দুটি গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী-সমর্থক এবং নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ডা: মানস রঞ্জন ভুঁইঞা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা গীতা ভুঁইঞা, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আবু কালাম বক্স, সহ-সভাপতি বাদল বেরা ও পার্থ প্রতিম মাইতি, যুব সভাপতি নিশিকান্ত কর, সাধারণ সম্পাদক স্বপন মাইতি এবং ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিকাশ ভুঁইঞা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা: মানস ভুঁইঞা বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, তা ভাষা সন্ত্রাস ছাড়া আর কিছু নয়। আমাদের সকলকে একজোট হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের লড়াই আরও তীব্র করতে হবে।”
মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমার পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের ভুয়সী প্রশংসা করে বলেন, “এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দের সিদ্ধান্ত যে কোনো মুখ্যমন্ত্রীর কাছেই নজিরবিহীন। এমন মানবিক ও উন্নয়নমুখী পরিকল্পনা দেশের অন্য কোনো রাজনীতিবিদের কাছ থেকে দেখা যায় না।”
তিনি আরও বলেন, “বিজেপি কেবল জাতপাত, বিভাজন এবং ভাষা কেড়ে নেওয়ার রাজনীতি করে। তাদের কোনো উন্নয়নের পরিকল্পনা নেই। বাংলার মানুষ জানে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই রাজ্য আরও অনেক দূর এগিয়ে যাবে।”
সভা শেষে সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার এবং উন্নয়নের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানানো হয়।