জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ অক্টোবর:খড়গপুর গ্রামীন বিধানসভার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে আজ মেদিনীপুরের বিদ্যাসাগর হলে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে খড়গপুর গ্রামীন বিধানসভা এলাকার শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মূলত কেন্দ্রের বিজেপি সরকারকে আগামী দিনে এরাজ্য সহ সারা দেশ থেকে উৎখাত করতে এবং বাংলায় তৃণমূল সরকারকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে দলের রণকৌশল কি হবে, তা নিয়ে আলোচনা করা হয় সম্মেলনে। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার চেয়ারম্যান দীনেন রায় সহ দলের অন্যান্য নেতৃত্ব।