বিধানসভা নির্বাচনের আগে বহরমপুরে শক্তি বৃদ্ধি কংগ্রেসের, অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগদান

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ অক্টোবর: ফের শাসকদল তৃণমূল শিবিরে ভাঙন ধরাল কংগ্রেস। মঙ্গলবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পুরনো বিধান সভা এলাকা নবগ্রাম থেকে বহু তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদান। এরমধ্যে অধিকাংশই যুবক। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস তার পুরনো শক্তি ফিরে পেতে চলেছে। রাজ্যের অন্যান্য জেলা থেকেও বহু কর্মী কংগ্রেসে যোগদান করবে বলে মনে করছেন অধীর রঞ্জন চৌধুরী।

মঙ্গলবার দুপুরে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুরের সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে নবগ্রাম বিধানসভা এলাকার নারায়ণপুর অঞ্চল থেকে ৬০ জন, অমৃত কুন্ডু গ্রাম পঞ্চায়েতে ৩০ জন ও শিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৩০ জন তৃণমূল ছাত্র পরিষদ সদস্য মিলিয়ে প্রায় ১৪০ জন কংগ্রেসে যোগদান করেন। অধীর চৌধুরী বলেন, সারা ভারতবর্ষে সব থেকে বেশি রাজনৈতিক খুন হয় এই বাংলায়। যেখানে তৃণমূল দল মনে করে রাজনৈতিক খুন করার সেখানে রাজনৈতিক খুন করে। তৃণমূল আজকে চোর ও খুনিদের দলে পরিণত হয়েছে। বাংলায় যেসব রাজনৈতিক বিরোধীরা আছেন তাদের কোনও নিরাপত্তা নেই। তাদের বিভিন্ন সময়ে খুন করা হচ্ছে। শাসকদের রাজনৈতিক হিংসার স্বীকার হচ্ছেন বিরোধীরা বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *