আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জানুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের সম্ভাবনায় ঘাটালে গড় বাঁচাতে একজোট হচ্ছেন তৃণমূল নেতারা। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি ছেড়ে সেখানকার তিন প্রভাবশালী নেতা জোট বেঁধে দলীয় কর্মসূচি করছেন। ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই, ব্লক সভাপতি দিলীপ মাঝি এবং শহর সভাপতি অরুণ মন্ডল গত লোকসভা নির্বাচনের পর থেকে পরস্পর মনোমালিন্যে জড়িয়ে পড়েন। কিছুদিনের মধ্যে তাদের পরস্পর বিরোধীতা প্রকাশ্যে চলে আসে এবং এক সময় কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে যায়। করোনার সময় ঘাটাল মহকুমা হাসপাতালে রোগীদের খাবার বিলি করা নিয়ে শঙ্কর দলুইয়ের অনুগামীদের সঙ্গে সাংসদ দীপক অধিকারীর অনুগামীদের কার্যত সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়। দলের পক্ষ থেকে সেই সময় ঘাটাল কলেজের পরিচালন সমিতি এবং ঘাটাল কৃষি উন্নয়ন ব্যাঙ্কের সভাপতির পদ থেকে শঙ্কর দলুইকে সরিয়ে দেওয়া হয়।
ক্ষুব্ধ বিধায়ক তখন বিজেপি কর্মীদের সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি তুলে নিজেকে আরও বিতর্কিত করে তোলেন। তাতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন দলের সাধারণ কর্মীরা।
গত লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে অভিনেতা দেব জয়ী হলেও ঘাটাল বিধানসভা কেন্দ্রে মাত্র পাঁচ হাজার ভোটে লিড পেয়েছিলেন। ঘাটাল পুরসভার পাশাপাশি খড়ার পৌরসভা এলাকাতেও এগিয়ে ছিল বিজেপি। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েও ঘাটালে তৃণমূলের অনেকের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছেন। এই পরিস্থিতিতে সমস্ত দ্বন্দ্ব ভুলে দলকে জেতাতে ঘাটালের তৃণমূল নেতারা হাতে হাত ধরেছেন। দলের ঘাটাল শহর সভাপতি অরুণ মন্ডল জানিয়েছেন, সমস্ত স্তরের কর্মীদের তৎপরতা শুরু হয়েছে। দলীয় প্রার্থীকে জেতানোই এখন মূল লক্ষ্য।
বিধায়ক শঙ্কর দলুই বলেন, দলীয় নেতৃত্বের মধ্যে ঘাটালে কোনও মনোমালিন্য নেই, সবাই একসঙ্গে কাজ করছি।
জানাগেছে, দলের সংগঠন আরও শক্তিশালী করতে তৃণমূলের প্রভাবশালী এই তিন নেতা শহরের সমস্ত ওয়ার্ড এবং গ্রামে-গঞ্জে পথসভা ও এলাকা ভিত্তিক বৈঠক করছেন।