আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ জানুয়ারি :
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে আবার আক্রান্ত তৃণমূল। গতকাল বিকেলে ভগবানপুর ১ নম্বর ব্লকের মহম্মদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূল নেতা-কর্মীদের মারধর করে একদল দুষ্কৃতী। ঘটনায় আহত হন মহম্মদপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চাঁদহরি প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক। ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আহতদের তমলুকে পাঠানো হয়েছে।
আক্রান্ত তৃণমূল নেতাদের অভিযোগ, বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতকারীরা এই হামলা চালিয়েছে। আহত চাঁদহরি প্রধান হলেন বছর দেড়েক আগে দুষ্কৃতকারীদের হাতে নিহত তৃণমূল নেতা নান্টু প্রধানের বাবা। ফলে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।