আমাদের ভারত, হাওড়া, ৩০ আগস্ট: হাওড়ার বালি নিমতলায় এক প্রোমোটারকে হুমকি দেওয়ার অভিযোগে রবিবার বালি থানার পুলিশ বিশ্বজয় বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে খবর, বালি নিমতলা ঘাটের কাছে একটি আবাসন তৈরি করছিলেন এক প্রোমোটার। অভিযোগ, রবিবার বিশ্বজয় বন্দ্যোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতা প্রোমোটারকে হুমকি দেয়। এমনকি তার নাম শুনলে তৃণমূলের বড় বড় নেতারাও চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে পড়ে বলে দাবি করেন অভিযুক্ত তৃণমূল নেতা। প্রোমোটারের অভিযোগ, কেন তাকে না বলে ওই জায়গায় আবাসন তৈরি করা হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন তোলেন ওই তৃণমূল নেতা। তার অভিযোগ, তার কথা না শুনলে তার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। পরে বালি থানা অভিযোগ করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
যদিও অভিযুক্ত তৃণমূল নেতা বিশ্বজয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, নদীর ঘাট বন্ধ করে নির্মাণকার্য করায় তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি কোনও হুমকি দেননি, তার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এদিকে বিশ্বজয় বন্দ্যোপাধ্যায় দলের কোনও দায়িত্বে নেই বলে দাবি করেন হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, দল এই কাজকে সমর্থন করে না।

