আমাদের ভারত, ৫ নভেম্বর: স্ত্রীপুত্র সহ অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল কংগ্রেস নেতা খান জিয়াউল হক। তার গাড়িটি যখন দাঁড়িয়েছিল সেই সময় একটি লরি এসে ধাক্কা মারে। পরে জানা যায় লরি চালক ছিল একজন খালাসি। কিন্তু জিয়াউল হকের গাড়ি চালকের তৎপরতায় তাদের প্রাণ বাঁচে।
জানাগেছে, জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক তাঁর স্ত্রী ও ৮ বছরের ছেলেকে নিয়ে বুধবার সন্ধ্যায় নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় দক্ষিণ বারাসত বাজারে যানজট থাকায় তাঁর গাড়ি দাঁড়িয়ে যায় এবং তখনই আচমকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তার গাড়ির চালক কোনওভাবে তার গাড়িটিকে সরিয়ে নিয়ে তাদের বিপদমুক্ত করে।
মুহূর্তের মধ্যে লোকজন জড়ো হয়ে যায় এবং দেখা যায় ঐ ট্রাকের চালকের আসনে বছর কুড়ির এক যুবক বসে গাড়িটিকে নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। উত্তেজিত মানুষের জেরার মুখে সে স্বীকার করে যে, সে ঐ গাড়ির চালক নয়, খালাসি।
এর পরই খবর দেওয়া হয় জয়নগর থানায়, পাশাপাশি খান জিয়াউল হক ঐ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।তার অভিযোগের ভিত্তিতে ঐ যুবককে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ এবং ট্রাকটিকে আটক করা হয়। গাড়ির চালক না হয়ে ও কি কারনে ঐরকম জনবহুল রাস্তায় ঐ যুবক ট্রাক নিয়ে যাচ্ছিল এবং তার গন্তব্য কোথায় ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
ঘটনার পর চোখে মুখে আতঙ্কের ছাপ তৃণমূল কংগ্রেস নেতা খান জিয়াউল হকের। তিনি জানান বড় বিপদের হাত থেকে তিনি ও তার পরিবার বেঁচে গেছেন। তবে ঐ যুবক যেভাবে গাড়ি চালাচ্ছিল আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো, পুলিশের তৎপরতায় তা হয়নি। ধৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।