সাথী প্রামানিক, পুরুলিয়া, ৫ মে: ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জেলায় ফেরাতে বিশেষ উদ্যোগী হল পুরুলিয়া জেলা তৃণমূল। এই নিয়ে একটি সহায়তা নম্বর চালু করা হল। এছাড়া একটি মেল অ্যাড্রেসও চালু করা হয়। হেল্পলাইন নম্বরটি হল 9800667317 ও ই মেল আইডি টি হল sabhadhipatipzp@gmail.com- এই নম্বর ও ঠিকানায় সাহায্য প্রাপ্তিরা যোগাযোগ করলে প্রয়োজনীয় সাহায্য ও পরামর্শ পাবেন বলে জানান সভাধিপতি।
তার আগে এই ব্যাপারে প্রশাসনিক সহযোগিতার জন্য আলোচনা করতে জেলা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে। ওই দলের নেতৃত্বে ছিলেন সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। ছিলেন দুই কর্মাধ্যক্ষ হলধর মাহাতো এবং সৌমেন বেলথড়িয়া। ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নব্যেন্দু মাহালি।