আমাদের ভারত, ২৮ নভেম্বর: প্রতি মুহূর্তে জোর কদমে ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল। তিনটি কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থীরা। খড়্গপুর এবং করিমপুরে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূলের দুই প্রার্থী।
গননার শুরু থেকেই করিমপুরে এগিয়ে রয়েছে তৃণমূল। করিমপুরে বিমলেন্দু সিংহ ২৭ হাজারের বেশি ভোটে এগিয়ে গেছেন।
অন্যদিকে খড়্গপুরেও এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী। খড়্গপুরে প্রথম রাউন্ডে এগিয়ে ছিল বাম কংগ্রেস জোট। কিন্তু তৃতীয় রাউন্ডে এগিয়ে যায় বিজেপি। পরে পঞ্চম রাউন্ডে তৃণমূল এগিয়ে যায়। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
সকালে গননা শুরু হওয়ার পর থেকেই কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী এগিয়ে ছিলেন। তবে, ব্যবধান কম ছিল। রাউন্ডের পর এগিয়ে যায় তৃণমূল প্রার্থী। ৭ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ৩ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।