আমাদের ভারত, আরামবাগ, ২ ডিসেম্বর: বিজেপির ১০০টির মত দলীয় পতাকা ও টাঙ্গানো ফেস্টুন খুলে ছিড়ে দেওয়ার পাশাপাশি ডেনের ভিতরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার জয়রামপুর এলাকায়। বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ।
জানা গেছে, গতকাল একটি বিজয় মিছিল তৃণমূলের থেকে বের হয়। আর সেই মিছিলের থেকে বেশকিছু তৃণমূল কর্মী সমর্থক বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুনগুলি ছিড়ে ডেনের ভেতরে ফেলে দেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে আরামবাগ থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির মন্ডল সভাপতি শুভেন্দু কোলে বলেন, রাস্তার পাশে বিভিন্ন জায়গায় বিজেপি দলীয় পতাকা লাগানো ছিল। তৃণমূল নেতা কর্মী সমর্থকরা পতাকা ও ফেস্টুনগুলো খুলে ছিড়ে দিয়েছে। বিজেপির কর্মী নেতাদের বাড়ি বাড়ি গিয়ে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের লোকজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে সব অস্বীকার করা হয়েছে।