আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ জুলাই: তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে উত্তপ্ত পানিহাটি। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার সাগরেদ পরিতোষ দাসের বিরুদ্ধে।
জানা গেছে, গত রবিবার রাতে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন পানিহাটির যুব তৃণমূল সভাপতি সুমিত পাল ও তার সঙ্গী দেবাঞ্জন। সেই সময় অমরাবতীর কাছে সোদপুর-মধ্যমগ্রাম রোডের ওপর তাদের ওপর হামলা চালায় পরিতোষ ও তার দলবল। তাদের মারধর করার পাশাপাশি গলার সোনার চেন ও পকেট থেকে নগদ টাকা ছিনতাই করা হয় বলেও অভিযোগ। ঘটনার খবর জানাজানি হতেই সোমবার সকাল থেকে পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে তৃণমূল কর্মীরা খড়দহ থানায় গিয়ে তৃণমূল নেতা বুবাই মল্লিক ও পরিতোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর থানা থেকে বেরিয়ে তৃণমূল কর্মীরা দত্ত রোডের ধারে বিটি রোডের ওপর অভিযুক্ত তৃণমূল কর্মী পরিতোষের ঠেকে ব্যাপক ভাঙ্গচুর চালায়। ঠেকে থাকা চেয়ার-টেবিল সহ সমস্ত জিনিসপত্র ভাঙ্গচুর চালিয়ে রাস্তায় ফেলে দেয়।
অপরদিকে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা ৩ নম্বর দেশবন্ধু নগরের ঈশ্বর চ্যাটার্জি রোডের একটি বহুতলের নিচে থাকা বুবাই মল্লিকের অফিসে ঢুকে রিতিমত তান্ডব চালায়। সেখানেও চেয়ার, টেবিল, এসি মেশিন সহ সমস্ত জিনিসপত্র ভেঙ্গে রাস্তায় ফেলে দেয়।
স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার দলবল দীর্ঘদিন ধরে পানিহাটি এলাকায় তোলাবাজি, রাহাজানি সহ একাধিক সমাজ বিরোধী কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে হুমকি।