জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ আগস্ট: লকডাউনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকার ধানঘোরী গ্রামে। সংঘর্ষে আহত হয়েছেন দলের ৩ জন কর্মী। তাদের মধ্যে গুরুতর আহত হওয়ায় একজনকে ভর্তি করা হয়েছে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠায় ধানঘোরি গ্রামে মোতায়েন করা হয়েছে নারায়ণগড় থানার বিশাল পুলিশ বাহিনী।

মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নাকফুড়ি মুর্মু জানিয়েছেন, গত লোকসভা ভোটের পর বিজেপিতে যাওয়া লক্ষ্মী সিটের লোকজনেরা গ্রামের তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। যদিও লক্ষ্মী সিটের ভাইপো সঞ্জয় সিটের দাবি তারা তৃণমূলই করে। তারা মাঠে কাজ করার সময় তার বাড়িতে তৃণমূলের কোনও এক গোষ্ঠীর লোকজনেরা এসে বাড়িতে ভাঙ্গচুর চালায় এবং বাড়ির অন্যান্য সদস্যদের মারধর করে। এই ঘটনায় উত্তেজিত গ্রামবাসী তথা তৃণমূল সমর্থকরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।
মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নাকফুড়ি মুর্মু অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়েছে।

