আমাদের ভারত, হলদিয়া, ২৩ আগস্ট : হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতির পদ ঘিরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সভাপতির পদ থেকে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে সরিয়ে সভাপতি হিসেবে দাবি করেন হলদিয়া পুরসভার কাউন্সিলর তথা ওই ইউনিয়নের কার্যকরী সভাপতি দেবপ্রসাদ মন্ডল। যদিও তা অগণতান্ত্রিক বলে দাবি দিব্যেন্দু অধিকারীর অনুগামী এই ইউনিয়নের সহ সভাপতি শিবনাথ সরকারের।

আইএনটিট ইউসি পরিচালিত হলদিয়ার ইন্ডিয়ান অয়েল রিফাইনারি টাউনশিপ মেন্টেন্যান্স কনট্রাকটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি হিসেবে প্রায় দু’বছর ধরে রয়েছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। কিন্তু গত ১৯ আগস্ট ওই ইউনিয়নের একটি সভা ডেকে ইউনিয়নের সভাপতি দিব্যেন্দু অধিকারীকে সরিয়ে নিজে সভাপতি হন হলদিয়া পুরসভার ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ওই ইউনিয়নের কার্যকরী সভাপতি দেবপ্রসাদ মন্ডল। তাঁর দাবি, দিব্যেন্দু অধিকারীকে সবসময় পাওয়া যায় না। তাই সমস্ত কর্মীরা সিদ্ধান্ত নিয়ে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। তাঁর আরো দাবি, ৩৫০ জন সদস্যের মধ্যে ২৮০ জন সদস্য সেদিন উপস্থিত থেকে আমাকে সভাপতি নির্বাচিত করেন।

যদিও সেদিনের সেই বৈঠক এবং সভাপতি পরিবর্তন অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন ওই ইউনিয়নের সহ সভাপতি তথা জেলা আইএনটিটিইউসি’র কার্যকরী সভাপতি শিবনাথ সরকার। তাঁর বক্তব্য, ট্রেড ইউনিয়নের নিয়ম অনুযায়ী সেদিনের সেই সভা অবৈধ। এদিন সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকরা ভিড় করে ইউনিয়ন অফিসের সামনে। এই দ্বন্দ্বের ফলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে এল।


