পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ অক্টোবর: নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ফেরাতে জেলার তিন বিতর্কিত নেতাকে দল থেকে বহিস্কার করল তৃণমূল কংগ্রেস। শনিবার বালুরঘাটের পতিরাম পথ সাথীতে অনুষ্ঠিত কোর-কমিটির বৈঠকের পরেই বালুরঘাটে জেলা তৃণমূল কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তীকে পাশে বসিয়ে দুর্নীতি ও তোলাবাজি ইস্যুতে এদিন কড়া বার্তাও দিয়েছেন জেলা সভাপতি।
তৃণমূল থেকে এদিন বহিস্কারের পর রাজনৈতিক ভাবে ক্ষমতা হারাল দেবাশিস মজুমদার, শুভাশিস পাল এবং সুনির্মল জ্যোতি বিশ্বাস। উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম সহ দুর্নীতির অভিযোগে ২৪ শে আগস্ট শোকজ করা হয়েছিল এই তিন বিতর্কিত নেতাকে। যাদের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির একগুচ্ছ অভিযোগ রয়েছে। তাদেরই এদিন পুরোপুরি ভাবে বহিস্কার করা হয়েছে।
জেলা সভাপতি গৌতম দাস জানিয়েছেন, প্রথমে শোকজ করা হয়েছিল ওই তিন নেতাকে। যাদের দেওয়া উত্তরের ভিত্তিতে শীর্ষ নেতৃত্ব বহিস্কারের সীলমোহর দিয়েছে।