আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ ডিসেম্বর: তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডাকে বহিস্কার করল দল। রাজ্য তৃণমূল নেতৃত্ব আজ এই ঘোষণা করেছেন। দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি শুভেন্দু অধিকারীর সমস্ত অনুষ্ঠান এবং মিছিলে কনিষ্ক পণ্ডাকে দেখা যাচ্ছিল। নন্দীগ্রাম মহিষাদল সহ বিভিন্ন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর পাশাপাশি দেখা যায় কনিষ্ক পণ্ডাকে। বেশ কয়েকবারই তিনি সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারীর গতিবিধি এবং কার্যক্রম নিয়ে বক্তব্য রেখেছেন। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ করার পর তৃণমূলের এই জেলা সম্পাদক বেশ কয়েকবার দল বিরোধী কথাবার্তা বলেছেন। কিন্তু দল এতদিন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু গতকাল তিনি সরাসরি সাংবাদিকদের সামনে মমতাকে উদ্দেশ্য করে কটুক্তি করেন। কনিষ্ক পন্ডার সেই বক্তব্য সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে রাজ্য নেতৃত্ব। তার ফল স্বরূপ আজ কনিষ্ক পণ্ডাকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল থেকে। রাজ্য নেতৃত্ব আজ কনিষ্ক পণ্ডাকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন।
তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী এই বহিষ্কারের ব্যাপারে অবশ্য কিছু মন্তব্য করতে রাজি হননি। কনিষ্ক পন্ডা অবশ্য বহিষ্কারের পর মিষ্টিমুখ করেছেন ও আশেপাশের মানুষকে মিষ্টিমুখ করিয়েছেন এবং জানিয়েছেন, শুভেন্দুর জন্য তৃণমূলে এসেছি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদথেকে নামিয়ে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করবে।