কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের বিক্ষোভ মিছিল ঘাটালে

কুমারেশ রায়, আমাদের ভারত, ঘাটাল, ১৪ সেপ্টেম্বর: সোমবার সারা রাজ‍্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল ও অবস্থান বিক্ষোভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এদিন ঘাটাল শহরে শহর তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ ও মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয় বিকেলে। শহরের বিবেকানন্দ মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এই মিছিল আড়গোড়া, পুরসভা মোড় সেন্ট্রাল বাস স্ট্যান্ড, কলেজ মোড় হয়ে কুশপাতা বাস স্টপেজে মিছিলটি শেষ হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মন্ডল, জেলা যুব মনিটরিং কমিটির সদস্য সুদীপ মন্ডল, উদয় শঙ্কর সিংহ রায়, বিভাস ঘোষ প্রমুখ।

জিএসটি বাবদ রাজ‍্যের পাওনা না দেওয়া, পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের সার্বিক বঞ্চনার প্রতিবাদে দাসপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ অবস্থানে সামিল হন তৃণমূল নেতা কর্মীরা। সেখানে বক্তব‍্য রাখেন তৃণমূল ব্লক সভাপতি সুকুমার পাত্র, সুনীল ভৌমিক।

রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে সোমবার চন্দ্রকোনায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি নিয়েছিল তৃণমূল কর্মীরা। ছিলেন তৃণমূল নেতা হীরালাল ঘোষ। তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনা করার এবং বিজেপির মিথ্যাচার ও বাংলাকে অশান্ত করার চেষ্টার বিরুদ্ধে ক্ষীরপাই ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ কর্মসূচি হয় হালদারদিঘি মোড়ে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বক্তব্য রাখেন, ব্লক সভাপতি সুজয় পাত্র। অন্যান্য বক্তারা কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে। আমফানের প্রাপ্য টাকা, জিএসটির বকেয়া টাকা দিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *