নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ ডিসেম্বরে:
ধর্না দিয়ে তৃণমূল বাংলাদেশি অনুপ্রবেশকারিদের রক্ষা করতে পারবে না। শনিবার এইকথা জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, সিএএ আইনের মাধ্যমেই সমস্ত বেআইনি বাংলাদেশের সংখ্যাগুরুদের এ রাজ্য থেকে বিতাড়িত করা হবে। পাশাপাশি কেন্দ্রের নয়া আইনের মাধ্যমে সমস্ত বাংলাদেশি হিন্দুকে নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, এদিন রাজ্য জুড়ে সিএএ’র বিরুদ্ধে ধর্নায় বসেছেন তৃণমূল বিধায়করা। সেই ধর্না নিয়ে এদিন বিজেপির রাজ্য সদর দফতরে রাজ্যের শাসক দলকে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন সায়ন্তন বসু। তিনি বলেন, সিএএ আইন চালু হবে না তা তৃণমূলের বলার এক্তিয়ার নেই। রাজনীতি করার জন্য তৃণমূল এই আইন মানবে না বলে প্রচার শুরু করেছে। তবে রাজ্যের শাসক দলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে সায়ন্তন বসু বলেন, সিএএ দেশজুড়ে লাগু হবে। তারপর এনআরসিও দেশ জুড়ে লাগু হবে বলে জানান বিজেপি নেতা সায়ন্তন বসু।