গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৮ ডিসেম্বর: জনস্বার্থ বিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার আরামবাগে সাইকেল মিছিল করল তৃণমূল। এই সাইকেল মিছিলটি এদিন ডহরকুন্ডু থেকে শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা রাংতাখাল পর্যন্ত গিয়ে এই সাইকেল মিছিলটি শেষ হয়।
জানাগেছে, একইসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিও করা হয় ওই এলাকাতে। এই মিছিলে হাজির ছিলেন, তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি পলাশ রায় সহ বেশ কয়েকজন পঞ্চায়েত নেতা। এদিন প্রায় ১০০- র বেশি তৃণমূল কর্মী সমর্থক এই সাইকেল মিছিল অংশগ্রহণ করে বলে জানাগেছে।