আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৩ ডিসেম্বর: “বঙ্গধ্বনি যাত্রা” করা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি এবং লাঠালাঠিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার থানা এলাকা। বুধবার সকালে ঘটনাটি ঘটে সালার থানার উজানিয়া গ্রামের বর্তমান তৃণমূলের ব্লক সভাপতি মোঃ আজাহার উদ্দিন সিজার বাড়ির সামনে। ঘটনায় আহত হয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি চারজন যুব তৃণমূল সদস্য। অপরদিকে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে সালার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় এবং আহতদের উদ্ধার করে প্রথমে শালার ব্লক হাসপাতাল পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে।
ফের এই এলাকায় ঝামেলার আশঙ্কায় সালার থানার পুলিশ ও র্যাফ নামানো হয়। যদিও এই ঘটনার জন্য এলাকার বাসিন্দারা বর্তমান তৃণমূল সভাপতি এবং তার অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও ঘটনায় আহতদের অভিযোগ অনুযায়ী এবং তৃণমূলের এদিনের বঙ্গধনি অনুষ্ঠানের আয়োজকদের আবেদনপত্র অনুসারে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।