পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ জানুয়ারি: খুন, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো, খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলার পরিপ্রেক্ষিতে গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতিকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বুধবার মৃণাল সরকার সহ একই অভিযোগে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এদিন ধৃতদের আদালতে পাঠানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিধানসভা ভোটের আগে খোদ শাসক দলের একজন ব্লক সভাপতির বিরুদ্ধে থাকা এমন একগুচ্ছ মামলার বিষয় সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। যে ঘটনায় ভোটের মুখে কিছুটা হলেও ব্যাকফুটে থাকছে শাসক দল বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল।
পুলিশ সূত্রের খবর, ধৃত ওই তৃণমূল নেতার নাম মৃণাল সরকার। বাকি গ্রেপ্তার হওয়া অপর তিন ব্যক্তি হলেন খাইরুল মিয়া, সমিরুদ্দিন মন্ডল এবং নিরঞ্জন তরফদার। যারা স্থানীয় নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ব্যাঙকুড়ি, নাগন ও রাধানগর এলাকার বাসিন্দা হলেও ওই গ্রাম পঞ্চায়েতের বিকোরের বাসিন্দা মৃণাল সরকার বর্তমানে গঙ্গারামপুরে তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্বে রয়েছেন। যিনি এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি গৌতম দাসের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। জানা যায়, প্রায় দু’বছর আগে গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে প্রাণ গিয়েছিল দুজনের। যে ঘটনায় এদিন এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ বলে সুত্রের খবর। শুধু তাই নয়, সরকারি কাজে বাধা দেওয়া সহ আরও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলাও রয়েছে ধৃত ওই তৃণমূল নেতা সহ তার দলবলের বিরুদ্ধে।